Christian Service Society(CSS)

Download

Download Form
Online Apply

Source: Online
Date of the Circular: 24/03/2022
Last Date of Application: 10/04/2022
Total Post : 300

Company Name : Christian Service Society(CSS)
Website : https://www.cssbd.org
Facebook Page
Wikipedia

 

পদের নাম:

  • লোন অফিসার

প্রজেক্ট/ প্রোগ্রাম:

  • মাইক্রোফাইন্যান্স প্রোগামে

খালি পদ:

  • ৩০০

কাজের সারসংক্ষেপ:

  • সিএসএস একটি জনকল্যাণব্রতী স্বেচ্ছাসেবী সংস্থা। ১৯৭২ সাল থেকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সংস্থার এমআরএ সনদ নং: ০২৫৭৮-০১৯৭৭-০০১২৯। লোন অফিসারগণ সংস্থার মাঠ পর্যায়ের জরিপের মাধ্যমে সদস্য ভর্তি, দলগঠন, ঋণ বিতরণ, নির্ধারিত সময়ে ঋণের কিস্তি ও সঞ্চয় আদায় সংক্রান্ত কাজে নিয়োজিত হবেন।

দায়িত্ব ও কর্তব্য :

  • যোগদানের ৩-৪ মাসের মধ্যে সদস্যদের নিয়ে দল গঠন সম্পন্ন করা।
  • গঠিত দল ব্রাঞ্চ ভুক্ত অর্থাৎ দলের অনুমোদন প্রাপ্তির পরেই উক্ত দল থেকে সঞ্চয় আদায় শুরু করা।
  • কর্মসূচির নীতিমালা অনুযায়ী ঋণ প্রদান করা।
  • চুক্তি মোতাবেক সদস্যগণের সাপ্তাহিক/ মাসিক কিস্তি আদায় করা।
  • ঋণ ও সঞ্চয় হিসাব ফরম, রেজিস্টার/ শিটসমূহ সংরক্ষণ করা।
  • দল থেকে আদায়কৃত সঞ্চয় ও ঋণের কিস্তি বাবদ আদায়কৃত টাকা সকলের উপস্থিতিতে ব্রাঞ্চে এলও কাম ক্যাশিয়ারের নিকট জমা দেয়া।
  • ঋণের আবেদন ফরম, দৈনিক আদায়যোগ্য ও আদায়কৃত তথ্য বোর্ড পূরণ করা।
  • পালাতক সদস্য ও পুরাতন ঋণের টাকা আদায়ে সচেষ্ট থাকা।
  • ব্রাঞ্চ ম্যানেজারের নির্দেশনা ও সংস্থার নীতিমালা অনুযায়ি কাজ করা।

চাকুরির ধরণ:

  • ফুল টাইম

শিক্ষাগত যোগ্যতা:

  • স্নাতক/ স্নাতকোত্তর

অভিজ্ঞতা:

  • N/A

চাকরির আরো প্রয়োজনীয় বিষয়সমূহ:

  • বয়স সর্বোচ্চ ৩৫ বছর
  • উভয় পুরুষ এবং নারীরা আবেদন করতে পারবেন
  • প্রার্থীদের সংস্থার চাহিদা মোতাবেক অভিভাবকের নিকট হতে অঙ্গীকারনামা জমা দিতে হবে।
  • প্রার্থীদের বাংলাদেশের যেকোনো এলাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে।
  • সংশ্লিষ্ট পদে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
  • আবেদনপত্রে অবশ্যই সচল মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে।
  • প্রার্থীদের অবশ্যই সৎ, পরিশ্রমী এবং অধূমপায়ী হতে হবে।
  • বাইসাইকেল চালিয়ে কাজ করার মানসিকতা থাকতে হবে।

কর্মস্থল:

  • কুমিল্লা, কিশোরগঞ্জ, গাজীপুর, চট্টগ্রাম, চাঁদপুর, ঢাকা, নরসিংদী, নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর

বেতন:

  • টাকা.১৭৭০০ – ২১৫৫০ (মাসিক)
  • প্রথম ০২ মাস প্রশিক্ষণ কাল (৯,০০০-১০,০০০) এবং পরবতী ০৪ মাস অস্থায়ী অবস্থায় (১৭,৭০০-১৯,৭৮২), স্থায়ী হলে (১৯,৪৫০-২১,৫৫০)। তবে মাইক্রোফাইন্যান্স প্রোগ্রামে কমপক্ষে ০১ বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অভিজ্ঞতা সনদপত্র প্রদান সাপেক্ষে ০২ মাসের প্রশিক্ষণকাল বিবেচনা না করে সরাসরি ০৬ মাসের শিক্ষানবীশ কর্মী হিসেবে বিবেচিত হবেন।

সুযোগ-সুবিধাসমূহ:

  • বাৎসরিক ৩০ দিন করে ছুটি এবং বছরে ১২ দিন ছুটি রিজার্ভ করা যাবে যার বিপরীতে চাকুরী শেষে আর্থিক সুবিধা প্রদান, প্রতি বছরে ঈদ উল ফিতর, ঈদ উল আযহা এবং দুর্গা পূজা উপলক্ষ্য প্রত্যেকটি পর্বে ০৭ দিন/১ সপ্তাহ করে ছুটি প্রদান, ক্রেডিট ভাতা, দূরত্ব ভাতা, মোবাইল বিল, মোট বেতনের সমপরিমাণ ১টি উৎসব ভাতা, বৈশাখী ভাতা, পিকনিক ভাতা, কর্মী সহায়তা তহবিল, শিক্ষা সহায়তা তহবিল, বীমা সুবিধা, পিএফ, গ্রাচুয়িটি সুবিধা, বাৎসরিক ইনক্রিমেন্ট, জ্বালানি বিল প্রদান, পুরুষ কর্মীদের ফ্রি আবাসিক সুবিধা। তাছাড়াও প্রযোজ্য ক্ষেত্রে পিতৃত্ব ও মাতৃত্বজনিত ছুটি।

আবেদনের শেষ তারিখ:

  • ১০ এপ্রিল ২০২২

আবেদন পদ্ধতি: হার্ড কপি

  • আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত ও আবেদনপত্রের সাথে ২ কপি পাসপোর্ট সাইজ সত্যায়িত রঙ্গিন ছবিসহ সকল কাগজপত্র (জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, অভিজ্ঞতার সনদপত্র ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র) এর সত্যায়িত ফটোকপি বরাবর পরিচালক এইচআরএম অ্যান্ড পিএমইএল, সিএসএস উত্তরা ব্রাঞ্চ, বাড়ি নং-২৬, রোড নং-১১, সেক্টর-৪, উত্তরা মডেল টাউন, উত্তরা, ঢাকা এই ঠিকানায় পাঠাতে অনুরোধ করা যাচ্ছে। খামের উপরে প্রার্থীগণকে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে। প্রার্থীদের পরীক্ষার দিন নগদ ৩০০/= টাকা পরীক্ষার ফি (অফেরতযোগ্য) প্রদান করে নির্বাচনী (লিখিত/ মৌখিক/উভয়) পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। নির্বাচিত প্রার্থীদের যোগদানের পূর্বে ১৫,০০০/= টাকা জামানত হিসেবে জমা দিতে হবে যা চাকুরী শেষে লভ্যাংশসহ ফেরতযোগ্য। নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ ডিএ প্রদান করা হবে না। যে সকল প্রার্থীদের আত্নীয় সিএসএস- এ কর্মরত রয়েছে তাদের আবেদন না করার জন্য উৎসাহিত করা যাচ্ছে। সীমিত সংখ্যক প্রার্থীদের মোবাইলে এসএমএস/ কল- এর মাধ্যমে নির্বাচনী পরীক্ষার জন্য আহবান করা হবে। অধ্যায়নরতদের আবেদন করার প্রয়োজন নাই। নিয়োগ প্রক্রিয়ায় প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে প্রভাবিত করার চেষ্টা করা হলে প্রার্থীকে অযোগ্য হিসেবে বিবেচনা করা হবে। সিএসএস কোনো কারণ ব্যতিরেকে যেকোনো আবেদনপত্র গ্রহণ বা বাতিল করার অধিকার রাখে।

 

About admin

Check Also

চাকরির ডাক

Chakrir Dak Weekly Jobs Newspaper   05/07/24   4,385