Bangladesh Railway Question Solve

বাংলাদেশ রেলওয়ে নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান 2022

পদের নাম: সহকারী লোকোমোটিভ মাস্টার গ্রেড-২

পরীক্ষার তারিখঃ ১৭ জুন ২০২২

 

 

১। ‘রজনী’ উপন্যাসটি কার লেখা? উত্তরঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

২। ২০০ টাকার ৮টি কমলা ক্রয় করে প্রতিটি কমলা কত টাকায় বিক্রয় করলে ৪০% লাভ হবে? উত্তরঃ ৩৫ টাকা

৩। কোমল পানীয়তে কোনটি ব্যবহৃত হয়? উত্তরঃ CO2 (কার্বন-ডাই-অক্সাইড)

৪। ‘উপরোধে ঢেঁকি গেলা’ বাগধারাটিার অর্থ কি? উত্তরঃ অনুরোধে অনিচ্ছা সত্ত্বেও কিছু করা

৫। কোন স্থানে মানুষ ওজনহীন নয়? উত্তরঃ মহাকাশযানে

৬। What is the correct meaning of the following idioms, Head and ear’? উত্তরঃ complete

৭। অগ্র পশ্চাৎ বিবেচনা করে কাজ করে না যে- উত্তরঃ অবিমৃষ্যকারী

৮। মরুভূমিতে কেন মরীচিকা হয়? উত্তরঃ আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন

৯। The day of my sister’s marriage is drawing near. Identify the underlined parts of speech. উত্তরঃ adverb

১০। বাংলাদেশ রেলওয়ের যাত্রা শুরু- উত্তরঃ ১৫ই নভেম্বর ১৮৬২ সালে

১১। মুজিবনগর সরকারের প্রেসিডেন্ট কে ছিলেন? উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

১২। Log2(⅛) = ? উত্তরঃ -3

১৩। বিষমবাহু ত্রিভুজের জন্য কোনটি সঠিক? উত্তরঃ তিন কোণের সমষ্টি দুই সমকোণ

১৪। বাংলাদেশ রেলওয়েতে বিদ্যমান রেলওয়ে গেজ কয়টি? উত্তরঃ ৩টি

১৫। দুটি সংখ্যার গসাগু ৮ ও লসাগু ২৪। একটি সংখ্যা ১২ হলে অপর সংখ্যাটি কত? উত্তরঃ ১৬

১৬। অবলম্বনের ‘অব’’ উপসর্গ কি অর্থে ব্যবহৃত হয়েছে? উত্তরঃ সম্যকভাবে

১৭। Choose the correct passive voice of “Who taught you driving”? উত্তরঃ By whom were you taught driving?

১৮। হাইড্রোকার্বন মূলত কত প্রকার? উত্তরঃ ২ প্রকার

১৯। Which sentence is incorrect? উত্তরঃ They selected me captain.

২০। আদমশুমারী কেন করা হয়? উত্তরঃ জনসংখ্যা গণনা

২১। দুটি বৃত্তের পরিসীমার অনুপাত ১ : ২ হলে তাদের ক্ষেত্রফলের অনুপাত কত? উত্তরঃ ১ : ৪

২২। কোন আসল ৩ বৎসরের সরল মুনাফাসহ ৪৬০ টাকা এবং ৫ বৎসরের সরল মুনাফাসহ ৬০০ টাকা হলে শতকরা মুনাফার হার কত? উত্তরঃ সঠিক উত্তর নাই [সঠিক উত্তর ২৮%]

২৩। উৎপাদক বিশ্লেষণ করুন- 3x² + x – 10 উত্তরঃ (x+2) (3x-5)

২৪। একটি পরিবাহীর দৈর্ঘ্য L, প্রস্থচ্ছেদ A এবং আপেক্ষিক রোধ p হলে- উত্তরঃ ρ = RA/L

২৫। প ফ ব ভ ম- এগুলো কী ধরণের বর্ণ? উত্তরঃ ওষ্ঠ্য বর্ণ

২৬। ‘He cut a pencil’ Identify the tense of this sentence. উত্তরঃ Past indefinite

২৭। H₂SO₄ এর ‍S এর জারণ সংখ্যা কত? উত্তরঃ +6

২৮। ‘ক’ থেকে ‘ম’ পর্যন্ত পঁচিশটি ধ্বনিকে কি বলে? উত্তরঃ স্পর্শ ধ্বনি

২৯। কোন বানানটি শুদ্ধ? উত্তরঃ নিশীথ

৩০। একটি আয়তক্ষেত্রের বাগানের দৈর্ঘ্য ২০ মিটার ও প্রস্থ ১৬ মিটার। উহার চারপাশে ২ মিটার প্রস্থ রাস্তা থাকলে রাস্তার ক্ষেত্রফল কত? উত্তরঃ সঠিক উত্তর নাই [সঠিক উত্তর ১২৮ বর্গমিটার]

৩১। Choose the correct translation of ‘সে কঠোর পরিশ্রম করে, তাই না?’ উত্তরঃ He works hard , doesn’t he?

৩২। Fill in the blank- No sooner had we reached the station __ the train left. উত্তরঃ than

৩৩। Choose the correct translation- ‘আমি তার প্রস্তাবে না হেসে পারলাম না”. উত্তরঃ I could not but laugh at his proposal.

৩৪। ৫ + ৮ + ১১+ ১৪+ ……….. ধারাটির কোন পদ ৩৮৩? উত্তরঃ ১২৭

৩৫। উপমান কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি? উত্তরঃ তুষারশুভ্র

৩৬। আপেলের দাম ২৫% বৃদ্ধি পাওয়ায় এর ব্যবহার কত হ্রাস করলে খরচ অপরিবর্তিত থাকবে? উত্তরঃ ২০%

৩৭। In which sentence gerund has been used correctly. উত্তরঃ Dancing is a good exercise.

৩৮। পদ্মা সেতুতে কোন ধরনের রেল লাইনের সংস্থান আছে? উত্তরঃ ব্রড গেজ সিঙ্গেল লাইন

৩৯। ভাষার মূল উপকরণ কী? উত্তরঃ বাক্য

৪০। UNESCO এর সদর দপ্তর কোথায়? উত্তরঃ প্যারিস

৪১। মুক্তিযুদ্ধের কোন সেক্টরে কোনো নিয়মিত সেক্টর কমান্ডার ছিল না? উত্তরঃ ১০

৪২। কোনটি দৈর্ঘ্যর একক নয়- উত্তরঃ হার্জ

৪৩। Choose the correct spelling from the following alternatives- উত্তরঃ Infrastructure

৪৪। Which of the following is not plural form? উত্তরঃ formula

৪৫। প্রতিটি অঙ্ক কেবল একবার নিয়ে ৮, ৯, ৭, ৬, ৩, ২ অঙ্কগুলি দ্বারা ৩ অঙ্ক বিশিষ্ট কতগুলি ভিন্ন ভিন্ন সংখ্যা গঠন করা যায়? উত্তরঃ ১২০

৪৬। Choose the synonym of `obscure’- উত্তরঃ unclear

৪৭। ‘অলস’ এর বিশেষ্য পদ কোনটি? উত্তরঃ আলস্য

৪৮। কোন তাপমাত্রায় ফারেনহাইট ও সেন্টিগ্রেড স্কেল একই পাঠ দিবে? উত্তরঃ -40°

৪৯। বাংলাদেশ রেলওয়ের দুটি জংশন স্টেশন- উত্তরঃ লাকসাম জংশন , আখাউড়া জংশন

৫০। Choose the pair of article and preposition for the following sentence. ‘Water is —- important element —– the environment. উত্তরঃ an, of

৫১। My father arrived while I —- the book. উত্তরঃ was reading

৫২। Choose the antonym of ‘despicable’- উত্তরঃ

৫৩। শব্দ ও ধাতুর মূলকে কি বলে? উত্তরঃ প্রকৃতি

৫৪। 10 Kg ভরের একটি স্থির বস্তুর ওপর 10S ব্যাপী 10N বল প্রয়োগ করা হলে উহার গতিশক্তি কত? উত্তরঃ

৫৫। একটি সমকোণী ত্রিভুজের ভূমি ৩০ সে.মি; উচ্চতা ৪০ সে.মি. হলে অতিভুজ কত সে.মি.?

৫৬। NATO কি? উত্তরঃ: সামরিক জোট

৫৭। ‘বাগাড়ম্বর’ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি? উত্তরঃ বাক্ + আড়ম্বর

৫৮। কোনটি অনবায়নযোগ্য জ্বালানী? উত্তরঃ কয়লা

৫৯। A এর মান নির্ণয় কর: (CosA – SinA)/(CosA + SinA) = (1 – 3)/(1 + 3) উত্তরঃ 60*

৬০। দহগ্রাম ছিটমহল কোন জেলার অন্তর্গত? উত্তরঃ লালমনিরহাট

৬১। x – 1/x =3 হলে x² +1/x² = ? উত্তরঃ: 11

৬২। কোনটি গ্রিন হাউজ গ্যাস নয়? উত্তরঃ N2

৬৩। ‘সমিতি’ কোন লিঙ্গ? উত্তরঃ ক্লীব লিঙ্গ

৬৪। পাঁচটি সংখ্যার সমষ্টি ১০০। ১ম ও ২য় সংখ্যার গড় ২০। ৩য় ও ৪র্থ সংখ্যার সমষ্টি ৫০। শেষ সংখ্যাটি কত? উত্তরঃ ১০

৬৫। ইথানয়িক এসিডের সংকেত কি? উত্তরঃ CH3COOH

৬৬। তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে কোন ধাতুর উপর অন্য ধাতুর প্রলেপ দেওয়াকে কি বলে? উত্তরঃ ইলেক্ট্রোপ্লেটিং

৬৭। সূর্য হতে কোন প্রক্রিয়ায় আলো পৃথিবীতে আসে- উত্তরঃ বিকিরণ

৬৮। শব্দের বুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ অভিন্ন হলে- উত্তরঃ যৌগিক শব্দ

৬৯। Cl₂ এর আণবিক ভর কত? উত্তরঃ ৭১

৭০। ‘সৌম্য’ এর বিপরীত শব্দ কোনটি? উত্তরঃ উগ্র

About admin

Check Also

BD Question Solve

17th NTRCA Question Solution 2022

   17th NTRCA question Solve 2022 Exam Title School Level, School Level 2 & College …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *